পাটকেলঘাটার সবার প্রিয় শিক্ষক নির্মল কুমার ঘোষ আর নেই

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরা জেলা পাটকেলঘাটার সবার প্রিয় শিক্ষক নির্মল কুমার ঘোষ আর নেই। রবিবার(১৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অত্যান্ত সদালাপী বিনয়ী এই শিক্ষকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১পুত্র ১কন্যা সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছু দিন যাবৎ লিভারের সমস্যায় ভুগছিলেন। সোমবার তার মরাদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তিনি অবসরের আগের দিন পর্যন্ত সহকারি শিক্ষক হিসাবে চোমরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। চোমরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৫ বছর পূর্বে অবসর গ্রহন করেন। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটা থানার মৃর্জাপুর গ্রামে। তিনি দীর্ঘ ২৫-৩০ বছরের অধিক কাল পাটকেলঘাটায় বসবাস করে আসছেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক