পাটকেলঘাটার খলিষখালীর প্রবীন আওয়ামীলীগ নেতার মৃত্যু প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ | আপডেট: ১:৫৫:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সত্যেন্দ্রনাথ বিশ্বাসের(৭৬) মৃৃত্যু হয়েছে বলে জানা গেছে । তিনি শনিবার(২৫ জুলাই) রাতে কৈখালী গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমির কুমার দাশ জানান, তিনি গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে মারা যান বলে তার পরিবার জানিয়েছে । তিনি আরও জানান, সত্যেন্দ্রনাথ বিশ্বাস দীর্ঘদিন যাবত হৃদযন্ত্রের জটিলতা সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার শোকাহত পরিবারে প্রতিগভীর শ্রদ্ধা নিবেদন করেছে, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আজ রবিবার(২৫জুলাই) দুপুর ২টায় দলুয়া মহা শশ্মানঘাটে তার শেষকৃত অনুষ্ঠিত হয়। সংবাদটি ৬১১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু