পাটকেলঘাটার খলিষখালীতে করোনা আক্রান্ত পরিবারের পাশে চেয়ারম্যান মোজাফফর রহমান

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ৮:০৫:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের করোনা সনাক্ত দুই পরিবারে পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন চেয়ারম্যান মোজাফফর রহমান। জানা যায়,  গত ৭ও ৮ জুন একদিনের ব্যাবধানে খলিষখালী ইউনিয়নের  বাগমার গ্রামের সুমী বেগম(২৬) ও কাটাখালী গ্রামের  আসমা বেগম(২৩)  করোনা পজেটিভ ধরা পড়ে ।
 
অত:পর  প্রশাসন তাদের বাড়ি লকডাউন করে দেয়। খলিষখালী ইউপি চেয়ারমানের তাদের অসহায়াত্বের কথা ভেবে শনিবার(১৩জুন) সকালে করোনা আক্রান্ত দুই গৃহবধু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ফল উপহার দেন।
 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য পঙ্কচ রায়, ইউপি সচিব শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনার সরদার, সেচ্চাসেবকলীগ নেতা সুজায়েত সানা, যুবলীগ নেতা নারান হোড় প্রমূথ।
 
ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের শারিরিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। পরিশেষে তিনি তাদের সচেতন থেকে ও মনে সাহস রেখে এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য পরামর্শ দেন। 

আপনার মতামত লিখুন :

কিশোর কুমার। নিজস্ব প্রতিবেদক। পাটকেলঘাটা, সাতক্ষীরা