পাটকেলঘাটায় সনাতন ধর্মালম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪ | আপডেট: ৩:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪
ছবি: বক্তব্য রাখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

দেশের চলমান পরিস্থিতিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সকল ধরনের আতঙ্ক দূর করতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় পাটকেলঘাটা থানা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই মিলে একসাথে বসবাস করি, প্রত্যেকেই তার নাগরিক সুবিধা লাভ করবে। অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারা যদি ন্যায়বান হয় তাহলে তাদের দ্বারা দূর্বলরা আর নির্যাতিত হবে না।

মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শিক্ষক ও ব্যবসায়ী মিহির কুমার বিশ্বাস, লোকনাথ ক্লিনিকের স্বত্বাধিকারী পূলক কুমার পাল, ব্যবসায়ী গোবিন্দ সাধু, পলাশ ঘোষ।

তারা তাদের মতামত তুলে ধরে বলেন, আমরা কোন রাজনৈতিক দলের নেতাকর্মী নই। অধিকাংশই এখানে আমরা সবাই ব্যবসায়ী। সুষ্ঠুভাবে ব্যবসা-বাণিজ্য করতে চাই। আমরা ভালোভাবে থাকতে চাই। আমরা যেন আমদের ধর্ম-কর্ম স্বাধীনভাবে করতে পারি, সারাদিন কাজ শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমাদের জন্ম এ দেশেই, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার টুকু চাই।

তাদের বক্তব্য শুনে প্রধান অতিথি বলেন, মূলত: নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের, আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা শূরা সদস্য মাওলানা রেজাউল করিম, উপজেলা ইউনিট সদস্য আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন আমীর বিশিষ্ট সমাজসেবক হাফেজ শাহ আলম।

উক্ত মতবিনিময় সভায় পাটকেলঘাটায় শারদীয় দূর্গাপূজা ‍উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স