পাটকেলঘাটায় পূজা উদযাপন কমিটির সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪ | আপডেট: ১:০৫:অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪
ছবি: বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সোমবার(৭ অক্টোবর) রাতে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তিনি এই মত বিনিময় করেন।

মতবিনিময় সভায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আগামী বুধবার থেকে সনাতন ধর্মালম্বীদের যে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা শুরু হবে, নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালনের জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। কারণ ইসলাম সকল ধর্মের অনুসারীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে।

এ সময় তার সাথে ছিলেন, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, কুমিরা ইউনিয়নের সাবেক আমীর মাওলানা জাকির হোসেন, বর্তমান আমীর আব্দুল কুদ্দুস বকুল সহ আরো অনেকে।

 

ইয়াছীন আলী/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স