পাটকেলঘাটা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ | আপডেট: ৭:৫৯:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

পাটকেলঘাটা(সাতক্ষীরা) প্রতিনিধি:
পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ফকির আহমেদ শাহ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বুধবার(১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল হকের ৩১ ডিসেম্বর চাকরি জীবনের ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসর জনিত কারণে তিনি অধ্যাপক ফকির আহমেদ শাহের কাছে দায়িত্বভার অর্পণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল গফফার, সরদার নুরুল ইসলাম, রহিমা খাতুন সহ কলেজের কর্মচারীবৃন্দ।

অধ্যাপক আনোয়ারুল হক তিনি অতি সুনামের সাথে অধ্যাপনা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।


এদিকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে ফকির আহমেদ শাহকে ফুলেল শুভেচ্ছা জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমান গণি, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, ইমরান হোসেন শাহিন, সোহেল রানা, সাজু, রাসেদুল ইসলাম, রায়হান হোসেন, জুবায়ের, পারভেজ, আব্দুল্লাহ, মেহেদি হাসান, অভিজিত, জাকারিয়া সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।

 

 

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক