পাইকগাছায় ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ | আপডেট: ১২:১৮:পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় প্রাণি সম্পদ অফিসের লাইসেন্স ছাড়াই পশু খাদ্য ও অন্যান্য সামগ্রী বিক্রয় করার অভিযোগে ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে পৌর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স ছাড়াই পশু খাদ্য ও অন্যান্য সামগ্রী মজুদ ও বিক্রয় করার অভিযোগে ব্যবসায়িক প্রতিষ্ঠান রেহেনা পোল্ট্রি ফিডকে ১০ হাজার, ফ্রেন্ডসীপ পোল্ট্রি ফিডকে ১০ হাজার, রিয়া পোল্ট্রি ফিডকে ৫ হাজার ও শেখ ট্রেডার্সে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, ভ্যাটেনারী সার্জন ডাঃ পার্থ প্রতিম রায় ও এসআই রকিবুল ইসলাম।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক