পাইকগাছায় প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯ | আপডেট: ১০:৪০:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত “মানবাধিকার সু-রক্ষায় তারণ্যের অভিযাত্রা” প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। অনুরূপভাবে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে ও সচিব ইলিয়াস হোসেন এবং জিএ রশীদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। বক্তব্য রাখেন, জিএমএম আজাহারুল ইসলাম, জহুরুল ইসলাম, নিজাম উদ্দীন, এ্যাডঃ এফএমএ রাজ্জাক, জিএম আব্দুস সাত্তার, অজিত কুমার ও মোজাফফর হোসেন, সরদার আমিন উদ্দীন, গাজী বজলুর রহমান, এসএম লোকমান হাকিম, শেখ ইব্রাহীম, ইদ্রিস মোল্লা, খানজাহান আলী, কবিন্দ্রনাথ মন্ডল, অমিত সাহা, সুভাষ রায়, শ্যামল কৃষ্ণ মন্ডল, দীলিপ কুমার দাশ, অরুণ জ্যোতি মন্ডল, নাদিরুজ্জামান, নূর ইসলাম সরদার, মনোতোষ বৈদ্য, জামিনুল ইসলাম, প্রণব সরদার, কালিপদ মন্ডল, অলোকেশ ঢালী, প্রণব মন্ডল, আনোয়ার হোসেন, জিএম আব্দুল আজিজ, মৃত্যুঞ্জয় সরদার, কিংকর ঘোষ, প্রদীপ কুমার সরদার, অর্জুন সরকার, মাহফুজা সুলতানা ও বাসন্তী মন্ডল। অপরদিকে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় এক র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ১৮৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি