পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে যৌণ নিপীড়ন করার অভিযোগে থানায় মামলা: আটক ১ প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ dav নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় এক প্রবাসীর স্ত্রীকে যৌণ নিপীড়ন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিরাশী গ্রামের রহমত খাঁ বিদেশে থাকার সুযোগে স্থানীয় গদাইপুর গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) দীর্ঘদিন ধরে মোবাইল সহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। বার বার সতর্ক করার পরও সে কর্ণপাত না করে আরো বেপরোয়া হয়ে ওঠে। এমনকি বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। রোববার বেলা সাড়ে ৩টায় বিরাশী মোড়ের মসজিদের সামনে ভিকশ্রিমকে একা পেয়ে নানা অঙ্গ-ভঙ্গিতে উত্যক্ত করে এবং তাকে ঝাপটে ধরে যৌণ নিপীড়ন করে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। ওসি এজাজ শফী জানান, ধৃত রেজাউলের বিরুদ্ধে এধরণের আরো অনেক অভিযোগ রয়েছে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু প্রবাসীর স্ত্রীকে যৌণ নিপীড়ন সংবাদটি ২৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি