পাইকগাছার ৩ চিংড়ী ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ | আপডেট: ৮:৪১:অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ পাইকগাছার বিভিন্ন চিংড়ী ডিপোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। পাইকগাছার ৩ চিংড়ী ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছার ৩ চিংড়ী ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস গতকাল বিকালে উপজেলার আগড়ঘাটা বাজার ও বিরাশী মোড়ের বিভিন্ন চিংড়ী ডিপোতে মৎস দপ্তরের বিভাগীয় অভিজান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ী ক্রয় বিক্রয় ও লাইসেন্স না থাকার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। পাইকগাছায় সরকারি পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ পাইকগাছায় কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রশাসনের নির্দেশনায় স্থানীয় ইউপি সদস্য কর্তন করা গাছ জব্দ করেছেন। প্রাাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা মৌজায় ৯৫ নং দাগে ০.৫০ একর জায়গার ওপর একটি সরকারি পুকুর রয়েছে। পুকুরটি জনসাধারণ খাবার পানি হিসেবে ব্যবহার করে থাকে। এদিকে পুকুর পাড়ের দু’টি বড় শিশু গাছ রয়েছে। যার একটি ইতোপূর্বে এলাকার কতিপয় ব্যক্তিরা কেটে নিয়েছে। আরেকটি গাছ মঙ্গলবার রাতের আঁধারে গড়েরডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দীন মিস্ত্রীর ছেলে বিল্লাল মিস্ত্রী ও কয়রার জায়গীরমহল গ্রামের পাটনাই গাজীর ছেলে শহীদ গাজী কেটে ফেলে। পরে এলাকাবাসীর পক্ষে মৃত শাহবুদ্দীন গাজীর ছেলে আলতাপ হোসেন গাজী বিল্লাল ও শহীদকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় সত্যতা যাচাই করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সার্ভেয়ারকে নির্দেশনা দেন এসিল্যান্ড। সরেজমিন গেলে শহীদ গাজী গাছ কাটার কথা স্বীকার করে বলেন গাছটি আমি পুকুর পাড়ের বাসিন্দা কহিনুর বেগমের নিকট থেকে কিনেছি। বাসিন্দা ঝর্ণাবেগম জানান, শুনেছি পুকুরটি সরকারি কিন্তু দেখে কখনো মনে হয়না সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। পানিও খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, প্রশাসনের নির্দেশনা মোতাবেক কর্তন করা গাছটি জব্দ করে বর্তমানে আমার হেফাজতে রেখেছি। পরবর্তীতে সরেজমিন তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিস্তারিত অবহিত করা হবে। এ ব্যাপারে যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংবাদটি ৪৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি