পাইকগাছার রাড়ুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানছেন না বদলীর আদেশ প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯ | আপডেট: ২:২৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯ প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধা রানী দাশের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও রুঢ় আচারণের অভিযোগে শাস্তিমূলক বদলি করা হয়েছে পূর্ব খড়িয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক রাধা’র বদলী আদেশ হলেও তিনি নড়ছেন না অদৃশ্য শক্তির জোরে ! জানাযায়, উপজেলার রাড়ুলীতে বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক স্যার প্রফুল্ল চন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত ৩০ নং রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধা রানী দাশ অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, রুঢ় আচরণসহ বিভিন্ন অভিযোগ এনে এলাকাবাসী জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করে। জেলা শিক্ষা অফিসার এর নির্দেশে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, ও ঝংকার ঢালীকে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সদস্যরা ০৯/০৯/১৯ তারিখে সরেজমিনে তদন্ত করে জেলা শিক্ষা অফিসার বরাবর প্রতিবেদন দাখিল করেন। জেলা শিক্ষা অফিসার তদন্ত রিপোর্টটি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেন। শিক্ষা অধিদপ্তর তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রধান শিক্ষিকা রাধারানী দাশকে শাস্তিমুলক বদলি করার নির্দেশ দেন। পরে জেলা শিক্ষা অফিসার ১০/১২/১৯ তারিখে ৮৮৩/৬ স্মারকে ১৭/১২/১৯ তারিখের মধ্যে তাকে বদলীকৃত বিদ্যালয়ে যোগদান করতে হবে মর্ম্মে নির্দেশ দেন। অন্যথায় তিনি ঐ দিন অপরাহ্ন হতে কর্ম বিমুক্ত বলে গণ্য হবেন। জেলা শিক্ষা অফিসার রাধা রানী দাশকে উপজেলার পূর্ব খড়িয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির নির্দেশ দেন। তিনি এ খবর জানার পর দুই দিনের অর্থাৎ ১১ ও ১২ ডিসেম্বর ছুটি নেন। সেই ছুটি নেওয়ার পরও বেশ কয় দিন অতিবাহিত হলেও পূর্ব খড়য়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেননি। প্রধান শিক্ষিকা রাধারানী দাশের কাছে মুঠোফোনে শুক্রবার জানতে চাইলে তাঁর ফোনটি ধরেন ছেলের বন্ধু পরিচয়ে এক ব্যক্তি। তিনি বলেন, ‘উনি খুব অসুস্থ্য, এখন কথা বলতে পারবেন না, পরে উনার ছেলের সাথে কথা বলিয়ে দেব। এরপর উনার ছেলে ০১৬৮৫৫৩৬৫৩৯ নম্বর থেকে ফোন দিয়ে প্রতিবেদকের পরিচয় জানতে চেয়ে ফোনটি কেটে দেন।’ এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম বলেন, ‘রাধারানী একটি মেডিকেল রিপোর্ট দিয়েছেন।’ সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/ সংবাদটি ২১৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ