পাইকগাছা উপজেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০ | আপডেট: ১১:০৭:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু ও প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতিতে উল্লেখ করেছেন, গত ২ মার্চ কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা ও নগর বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচির শেষের দিকে চিহ্নিত সন্ত্রাসীরা ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার হোসেনের ওপর হামলা করে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতোপূর্বেও দাকোপ উপজেলার আব্দুল মান্নান সহ আরো অনেক নেতৃবৃন্দ শারিরীকভাবে লাঞ্চিত হয়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে দলীয় চিহ্নিত সন্ত্রাসীদ্বারা আক্রান্ত হওয়া একজন রাজনৈতিক নেতার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছুই হতে পারে না। আমরা এসব ঘটনার তীব্রনিন্দা জ্ঞাপন করছি। একই সাথে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান বিবৃতিদাতা নেতৃবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ২৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি