পাইকগাছা উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পৃথক সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ পৃথক ৩ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, পরে উপজেলা আইন শৃংখলা এবং সবশেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জুলিয়া সুকায়না ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি (তদন্ত) রহমত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, এসএম এনামুল হক, রিপন কুমার মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, প্রাক্তন সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকৌশলী আবু সাঈদ, শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, প্রাক্তন সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, অনিতা রানী মন্ডল, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন ও আহসান উল্লাহ। সভার শুরুতেই আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় সদ্য সমাপ্ত ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো সহ নতুন সড়ক আইন বাস্তবায়ন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ৩০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি