নলতার ইছামতি নদীর বেড়িবাঁদের চর কেটে বালু উত্তোলনের অভিযোগ প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ | আপডেট: ১:১৭:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার খানজিয়া সীমান্ত বিজিবি ক্যাম্প সংলগ্ন ইছামতি নদীর বেড়িবাঁধ সংলগ্ন বালু কেটে নিয়ে যাচ্ছে একটি মহল। ফলে ওই বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। এভাবে বালু কাটতে থাকলে যে কোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙে বেড়িবাঁধের তীরে বসবাসকারি কয়েকটি পরিবারসহ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ভাড়াশিমলার সাতবসু গ্রামের মানিক, দমদম খারহাট এলাকার জয়দেব ঘোষ, সেহারা গ্রামের মোকছেদ আলী, আঃ হালিম, রাশিদুল ইসলাম, হাফিজুল ইসলাম দীর্ঘদিন যাবত এভাবে বালু কেটে ব্যবসা করে আসছেন। এভাবে বেড়িবাঁধের গা ঘেসে বালি উত্তোলন করায় ভেঁড়িবাদ ভেঙ্গে বিস্তৃর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও রৌদের সময় বালু উড়ে বেড়িবাঁধের পাশে বসবাসকারীদের বাড়িতে যেয়ে পড়ছে। এতে করে দুর্বিসহ হয়ে পড়েছে তাদের জীবনযাপন। ভেঁড়িবাদের পাশে বসবাসকারী মোঃ রফিকুল ইসলাম, শাহাজান, মোঃ বাবর আলী, আবু মূসা, সাবুর আলী, আনোয়ার হোসেন খায়রুল ইসলাম গত ১৪ জুলাই কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান বলেন, এভাবে ভেঁড়িবাদের চর কেটে গভীর করে বালু কাটা ঠিক হয়নি। এতে ব্যপক ক্ষতি হতে পারে। বালু ব্যবসায়ী জয়দেব বলেন, আমি বর্তমানে ওখানে ব্যবসা করিনা। সব মোকছেদের ভাগে দেওয়া হয়েছে। মোকছেদের সাথে যোগাযোগের চেস্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সংবাদটি ৫০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু