নববর্ষের কবিতা: “ঘুচে যাক গ্লানিময় দিন” প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ | আপডেট: ৩:১৪:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ ঘুচে যাক গ্লানিময় দিন ……রুদ্র অয়ন আঁধার রাত পেরিয়ে নতুন ভোরের আশায় সময় বয়ে যায়। সকালের ঘুম ভাঙ্গে স্বপ্ন বিভোর চোখ নতুন প্রত্যাশায়। জীর্ণ যত দুঃখ ভুলে নতুন দিনের স্বপ্ন নিয়ে আশায় বাঁধি বুক, দূর হোক সকল গ্লানি সুস্থ হোক জগৎ আবার আসুক ফিরে সুখ। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা কবি রুদ্র অয়ননববর্ষের কবিতা সংবাদটি ৪৪৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?