দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যকে লাঞ্চিত: তিন যুবকের জরিমানা প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ যশোরের মণিরামপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোর কাজে দায়িত্ব পালনকালে মহিরউদ্দিন গাজী ও সাহেব আলী নামে দুই আনসার-ভিডিপি সদস্য লাঞ্চিত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার গোপালপুর বাজারে চা দোকান থেকে লোকজন সরাতে গিয়ে তারা তিন যুবকের হাতে লাঞ্চিত হন। বিষয়টি জানতে পেরে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে যশোরের সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার সেনা ও আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত তিন যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেন তিনি। দণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন, গোপালপুর গ্রামের রাকিব হাসান পাঁচ হাজার, রায়হান হোসেন পাঁচ হাজার ও কামরুল ইসলাম চার হাজার। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। আনসার-ভিডিপির ওয়ার্ড লিডার সুমন হোসেন বলেন, মোহনপুর-কালিবাড়ি সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় ওই এলাকায় প্রশাসনের আনাগোনা কম। সুযোগটি কাজে লাগিয়ে ওই এলাকার দোকানিরা সবসময় দোকানপাট খোলা রাখেন। দোকানগুলোতে লোকসমাগমও থাকে বেশি। আমাদের স্থানীয় সদস্যরা লোকসমাগম কমাতে কাজ করেন। এলাকার হওয়ায় লোকজন তাদের মানতে চাননা। ফলে মঙ্গলবার বিকালে গোপালপুর বাজারে দায়িত্ব পালনকালে আমাদের দুই সদস্যকে লাঞ্চিত করে কয়েক যুবক। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র স্যারকে জানানোর পর তিনি অভিযান পরিচালনা করেন। সংবাদটি ৩০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য