দহন-২

দহন-২

……….শ্যামল বণিক অঞ্জন……….
ফাগুন বেলা
করেছো হেলা
নির্দয়ভাবে নিয়ে মন,
ওদুটি রাঙা হাতে
হৃদয় আঙিনাতে
জ্বেলে তুমি
দিলে যে দহন,
কষ্টের চাঁদরে
ঢেকে দিলে আদরে
হাসলে বিজয়ের হাসি,
মায়জালে ফাঁসিয়ে
দিয়ে আবার ভাসিয়ে
করে গেলে সর্বনাশ-ই।
সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা