ত্রয়োদশ জেলা রোভার মুট-এ পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউটের সাফল্য প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): ত্রয়োদশ খুলনা জেলা রোভার মুট-এ সাফল্যের সহিত কৃতিত্ব অর্জন করেছেন পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউট ও গার্ল ইন রোভার দল। গত ৭-১১ ফেব্রুয়ারি খুলনার বঙ্গবন্ধু সরকারি কলেজে ত্রয়োদশ খুলনা জেলা রোভার মুট অনুষ্ঠিত হয়। ৫দিন ব্যাপী রোভার মুট-এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাবু জলসায় পাইকগাছা সরকারি কলেজের গার্ল ইন রোভার প্রথম ও রোভার দল দ্বিতীয় স্থান সংগ্রহ প্রদর্শনীতেও গার্ল ইন রোভার প্রথম এবং রোভার দল দ্বিতীয় ও তাবু বাড়ী সাজানো প্রতিযোগিতায় গার্ল ইন রোভার তৃতীয় স্থান অধিকার করে। সাফল্যের সহিত কৃতিত্ব অর্জন করায় রোভার দলের সদস্যরা বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সাথে সৌজন্য সাক্ষাত করে। এ সময় কৃতিত্ব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রভাষক মোমিন উদ্দীন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউট সংবাদটি ২৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি