তুমিই আছো সব জুড়ে প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ | আপডেট: ২:৪১:অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ তুমিই আছো সব জুড়ে ——————শ্যামল বণিক অঞ্জন—————— মিষ্টি হেসে ফুল নিলে হৃদয়টাতে দোল দিলে, মিষ্টি সুখের পরশে নাচালে মন হরষে। রঙের ছোঁয়া নয়নে তুমিই স্বপণ শয়নে, সদ্য আসা ফাগুনে পুড়ি প্রেমের আগুনে! রুপের আলোর ঝলকে করলে পাগল পলকে, বইলো যেন ঝড় বেগে কচি বুকে আবেগে। সব ভয় ডর লাজ উড়ে তৃষ্ণা ক্ষুধা কাজ দূরে, তুমিই আছো সব জুড়ে সকাল দুপূর রাত ভোরে! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা তুমিই আছো সব জুড়ে সংবাদটি ২৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?