তালায় ৮দলীয় ফুটবল খেলার ফাইনালে পাটকেলঘাটা জয়ী প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৮:৫৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: তালার খেরশা এইচ এম এস পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে ডাক্তার আবু সাঈদ গোলদার স্মরণে ৮দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা রবিবার বিকাল ৪টায় মুড়াগাছা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় এইচ এম এস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে পাটকেলঘাটা ফুটবল একাদশ জয় লাভ করে। সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্লাবের সভাপতি চেয়ারম্যান রাজিব হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা মসলেম উদ্দীন, মুক্তিযোদ্ধা সুজায়েত, আসাদুজ্জামান মিঠু, সজিবুদৌল্লা, অলিউর রহমান, আব্দুর রব পলাশ প্রমূখ। বিজয়ী দলকে ৩০ হাজার ও রানার্স আপ দলকে ২০ হাজার নগদ টাকা ও মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট প্রদান করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২২০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু