তালায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ | আপডেট: ৪:১১:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

সাতক্ষীরা তালায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প” ৮ম ব্যাচরে এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে বিউটিফিকেশন ও ব্লক বাটিক দু’টি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশক্ষণার্থীর মাঝে উক্ত চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,বিউটিফিকেশন প্রশিক্ষক পপি বিশ্বাস,মারুফা আক্তার। একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবিরের মৃত্যুতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্ত থেকে ৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে স্যানিটারি,সাপান, মাস্ক ও লিপলেট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা পিছিয়ে পড়া মহিলাদের কে অনুপ্রেরণামুলক কথা বলার পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা