তালায় সি.আর দত্ত স্মরনে নিরব মানববন্ধন অনুষ্ঠিত প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ | আপডেট: ৫:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ সাতক্ষীরার তালায় বীর উওম মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত স্মরনে নিরব মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তালা প্রেস ক্লাবের সামনে তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঘোষ সরজিৎ কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দাশ বাপি’র পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব ঘোষ বাবলু, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, সংকর কুমার দাস, প্রকাশ দালাল, দেবাশীষ রায়, কার্তিক রায়, মনোরঞ্জন মন্ডল প্রমূখ। মানববন্ধন উপস্থিত নেতৃবৃন্দ সি আর দও’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, শোককে শক্তিতে পরিনত করে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সি.আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্বরত ছিলেন এবং মহান মুক্তিযোদ্ধের সময় চার নং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। মানববন্ধন সংবাদটি ৪৫৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত