তালায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ: ঘটনার মোটিভ ঘুরাতে হামলা ও ভাংচুর

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০ | আপডেট: ৯:০৪:অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
ধর্ষন চেষ্টার প্রতিবাদ করায় ঘর ভাংচুর করে লম্পট ও তার সহযোগিরা। ইনসেটে: তালা হাসপাতালে চিকিৎসাধিন নির্যাতনের শিকার শিশু মেয়ে।
ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে তালায় (১৫) বছর বয়সী এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একসাথে ঘটনার প্রতিবাদ করায় লম্পট ও তার পরিবারের সদস্যরা হামলা চালিয়ে ভিকটিম শিশুর পিতা ও ৫ বছর বয়সী ভাইকে মারপিট করা সহ ঘর ভাংচুর করেছে বলে অভিযোগে বলা হয়েছে।
 
 
উপজেলার হাতবাস গ্রামের নির্যাতিত শিশু মেয়েটির পিতা জানান, উপজেলার হাতবাস গ্রামের বাবুরাম দাশের ছেলে লম্পট গোপাল দাশ দীর্ঘদিন ধরে তার মেয়ে (১৫) কে কূ-প্রস্তাব দিয়ে আসছিল। গত সোমবার (২ নভেম্বর) তিনি কৃষি কাজের জন্য অন্যের ক্ষেতে এবং তার স্ত্রী আটারই মিশনে কাজের জন্য যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট গোপাল দাশ শিশুটির ঘরে ঢুকে কূ-প্রস্তাব দেয়। এতে রাজি না হলে গোপাল শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। একপর্যায়ে শিশু মেয়েটি ঘর থেকে বাইরে এসে চিৎকার করার চেষ্টা করলে গোপাল মেয়েটিকে পিটিয়ে গুরুতর আহত করে।
 
 
মেয়েটির পিতা বলেন, লম্পট গোপাল দাশ’র ব্যপক মারপিটের কারনে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়।
 
 
এদিকে, শিশু মেয়েটিকে ধর্ষনের চেষ্টা এবং হামলার ঘটনার মোটিভ ভিন্ন খাতে নিতে লম্পট গোপাল সহ তার পরিবারের সদস্যরা তৎক্ষনাত নানান অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করে। ঘটনার দিন বিকালে মেয়েটির পিতা এসব ঘটনার প্রতিবাদ লম্পট গোপাল ও তার ভাই কানাই দাশ সহ তাদের পরিবারের সদস্যরা হামলা চালিয়ে মেয়েটির পিতা, মাতা ও ৫বছর বয়সী শিশু ভাইকে পিটিয়ে আহত করে। একই সাথে হামলাকারীরা ভুক্তভোগীদের রান্না ঘর ভাংচুর সহ লুটপাট করে বলে অভিযোগে বলা হয়েছে।
 
 
এ ঘটনায় শিশু মেয়েটির পিতা তালা থানায় লম্পট গোপাল দাশ সহ হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে, অভিযোগ দায়ের করার পর থেকে এলাকার একটি প্রভাবশালী মহলের ইন্দনে লম্পট গোপাল দাশ ও তার পরিবারের সদস্যরা ভুক্তভোগীর পরিবারকে নানান হুমকি প্রদান সহ উল্টো মিথ্যা মামলায় হয়রানী করার চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে।
 
এ বিষয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত অনুযায়ী যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা