তালায় মুসলিম এইড এর উদ্যোগে জরুরী খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ | আপডেট: ১০:২৭:অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ মুসলিম এইড বাংলাদেশ সাতক্ষীরা তালা শাখার উদ্যোগে করোনাভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে জরুরী খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বুধবার(২৪ জুন) সকাল ১১টায় পাটকেলঘাটা বলফিল্ডমোড়স্ত শাখা অফিসে অনুষ্ঠিত হয়। তালা শাখা ব্যবস্থাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানার ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক প্রভাষক ইয়াছীন আলী সরদার, মুসলিম এইড ঝিনাইদহ রিজনের রিজিওনাল একাউন্টেন্ড এন্ড এমআইএস অফিসার মো: অহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মুসলিম এইড তালা শাখার প্রোগ্রাম সুপারভাইজার রাজিব হোসেন, মোল্লা জিল্লুর রহমান ও রিতা খাতুন। অনুষ্ঠান শেষে মুসলিম এইড তালা শাখার ১১৫ জন সদস্যদের মাঝে চাল, ডাল, আলু, মাক্স, সাবান ও স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা লিফলেট বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংবাদটি ৩৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত