তালায় মুন্ডা শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী বিতরণ প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১ | আপডেট: ৭:৫০:অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১ তালায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন ম্যানের উদ্যোগে মুন্ডা জনগোষ্ঠীর শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার নগরঘাটা ইউনিয়নের আশানগর গ্রামে সামগ্রী বিতরণকালে শীতের সুরক্ষায় করণীয় বিষয়ে শিশুদের ও তাদের অভিভাবকদের সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ম্যান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ইমরান রাব্বি, মেহেদী হাসান সজীব, সুজয় চক্রবর্ত্তী, মুশফিকুর রহমান প্রমুখ। গ্রীন ম্যান সংগঠনের সিনিয়র সদস্য মেহেদী হাসান সজীব বলেন, ‘মুন্ডা জনগোষ্ঠীর এই আবাসস্থলটি একদমই বিলের ধারে, প্রচন্ড শীতের থেকে তাদের সুরক্ষিত রাখতে আমাদের এই উদ্যোগ। সমাজের বিত্তশালীদের আমরা আহ্বান জানায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এসে দাঁড়ানোর জন্য।’ সংবাদটি ৩৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত