তালায় মুক্তিযোদ্ধার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ | আপডেট: ৪:৫৭:অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ সাতক্ষীরা তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত সুপারভাইজার মোঃ আবু সাঈদ মোড়ল(৬৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার রাত ১১ টার দিকে তালা বাজারের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানান। এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে শ্রীমন্তকাটি গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, মরহুমের ভাতিজা তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ মোড়ল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদটি ৪১৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত