তালায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ৩ টি দোকানে আগুন, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ | আপডেট: ১২:৩১:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়াদহা বাজারে ৩ টি দোকান ভষ্মীভূত হয়ে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনা ঘটেছে গত সোমবার দিন গত রাত আনুমনিক ২ টার দিকে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেষ দেবনাথসহ স্থানী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাযায়,সোমবার দিন গত রাত ২ টার দিকে বালিয়াদহ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রবিউল ইসলাম, সালাম গাজী ও মোঃ রাসেলের দোকানে আগুন ধরে যায়। আশে পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ও বিদ্যু অফিসে ফোনদিয়ে সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়। তবে এলাকার সাধারণ মানুষ জানান তারা ৯৯৯ কল দিলেও ফায়ার সার্ভিসের লোক দ্রুত না আসার কারনে বেশি ক্ষতি সাধন হয়েছে। উলেখ্য: তালা উপজেলায় কোন ফায়ার সার্ভিস ষ্ট্রেশন নেই, তৈরী করার প্রক্রিয়া চলমান। ক্ষতিগ্রস্ত দোকান মালিক রবিউল, সালাম ও রাসেল জানান, দোকানে রাখা আড়াই লক্ষাধিক নগদ টাকা, সার, কীটনাশক,গোখাদ্য, ডিজেল, মুদিমাল, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ফটোকপি মেশিনসহ বিভিন্ন পণ্য পুড়ে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এসময় ইউপি চেয়ারম্যান গণেষ দেবনাথ বলেন, বিভিন্ন এনজিও হতে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছিলেন রবিউল,সালাম,রাসেল। আগুনে পুড়ে ওরা এখন সর্বশান্ত। এদের এখন পথে বসা ছাড়া কোনো উপায় নেই। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, অসহায় তিন ব্যাবসায়ীরা আজ সর্বশান্ত। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের সামান্য আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছি। সংবাদটি ৫০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত