তালায় বসতভিটায় আগুন লেগে ৩টি বাড়ি ভস্মীভূত প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ | আপডেট: ৮:১৬:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ তালায় রান্না করা চুলার আগুন থেকে বসতবাড়িসহ ৩টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) দুপুরে তালা সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের সোনাই মোড়লের ছেলে আমজাদ মোড়ল, লিয়াকত মোড়ল ও মেয়ে রাশিদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, জাতপুর বাজার কমিটির সভাপতি আমজাদ হোসেন টিক্কাসহ পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ। তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, আলাদিপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বের হতেই তিনি আগুন আগুন বলে চিৎকার শুনতে পান। এ সময় তিনিসহ এলাকাবাসী দৌঁড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা। তবে তার আগেই আগুনে একই পরিবারে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি। ভূক্তভোগিরা জানান, শুক্রবার দুপুরে রান্না করা চুলার আগুন থেকে প্রথমে সূত্রপাত। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই পর পর তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে তাৎক্ষনিকভাবে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার জন্য হাত বাড়িয়ে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। সংবাদটি ৪৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত