তালায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ | আপডেট: ৬:৫৯:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার (৮ আগস্ট) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এ সময় তালা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল। পরে ছয় জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এদিকে দিনটি উপলক্ষ্যে তালায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় মহিলা সংস্থা উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা টুম্পা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা উপজেলা কর্মকতা (দায়িত্বপ্রাপ্ত) মো: মাহমুদ হাসান রুমা,তথ্য সেবা কর্মকতা তানভিনা আক্তার, মুক্তি রানি ঘোষ, শামসুর নাহার, মাসকুরা খাতুন,তাসলিমা খাতুন, মো:মজুরুল আলম প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন তালা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স