তালায় পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টায় হামলা, আহত ৩ প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১ | আপডেট: ১১:৫২:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১ আহত দিপংকার নন্দী ও সৌমিক নন্দী। পৈত্রিক সম্পর্ত্তি জবর দখল করতে হতাহতের ঘটনা ঘটেছে তালা উপজেলার গোপালপুর গ্রামে। এতে ২ জন গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃঞ্চ নন্দী। ঘটনার বিবরনে জানাযায়, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকার্টি ইউনিয়নের গোপালপুর মৌজার এস এ ৩০৯ নং খতিয়ানের ২০০ দাগের জমিতে কৃঞ্চ নন্দীর চাচাতো ভাই দিপংস্কার নন্দী ও ভাইপো সৌমিক নন্দী দাড়িয়ে থেকে লোকদ্বারা কাজ করাচ্ছিল। উক্ত সময় গোপালপুর গ্রামের শুশীল দাশের ইন্ধনে মৃত রাম হরি দাসের পুত্র বিমল দাস (৬৫) ও বিমল দাসের পুত্র সুমঙ্গল দাস (৪২), সুদেব দাস(৩৮), সুব্রত দাস (৩৫), সুমঙ্গল দাসের পুত্র সুভ দাস (১৯), খানপুর গ্রামের ভোলানাথ দাসের পুত্র বাসু দাস (৩৮), আশু দাস (৩৫) হামলা চালায়। হামলা পরিচালনা করার সময় বে-আইনি ভাবে ধারালো দা, লোহার রড, বাশের লাঠি, শাবল ব্যাবহার করেন। এতে কৃঞ্চ নন্দীর হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত, দিপংস্কার নন্দী ও সৌমিক নন্দীর মাথায় আঘাত করে। আহত কৃঞ্চ নন্দীর হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা নিলেও দিপংস্কার নন্দী ও সৌমিক নন্দী মারাত্বকভাবে মাথায় আঘাত লাগার কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। মামলার বাদী কৃঞ্চ নন্দী বলেন, আমাদের পৈত্রিক সম্পর্ত্তি বে আইনি ভাবে দখল করার পায়তারা করে আসছিলো আসামীরা। এনিয়ে তারা কোটে মামলা করেন। যার পিটিশন নং ৩৩২/২০২০ ২৮/০২/২০২১ খারিজ হওয়ার কারনে আমাদের উপড়ে আতঙ্কিত ভাবে হামলা চালায়। তালা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, মারাত্বক ভাবে আহত সৌমিক নন্দীর মাথায় আঘাতের কারনে ৯টি সেলাই ও দিপংস্কার নন্দীর মাথায় ৩টি সেলাই দিতে হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, নন্দী পরিবারের পৈত্রিক সম্পর্ত্তি জবর দখল করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করে আসছিলো বিবাদীরা। সম্প্রতি কোটে বিবাদীরা মামলায় হেরে যাওয়ার কারনে এলাকার শুশীল দাশের কথা মত আতঙ্কিত ভাবে হামলা করেন নন্দী পরিবারের উপর। ইউপি সদস্য সজ্ঞয় জানান, নন্দী পরিবারের পৈত্রিক সম্পর্ত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলে আসছিল। গতকাল নন্দী পরিবার তাদের জমিতে শ্রমিকদ্বারা কাজ করাতে গেলে উপরক্ত বিবাদীরা হামলা চালিয়েছে। এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, নন্দী পরিবারের সদস্য কৃঞ্চ নন্দী থানায় অভিযোগ করার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং থানায় মামলা রেকর্ড পুর্বক এস আই পীযুষ কান্তিকে আসামী ধরার নির্দেশ প্রদান করা হয়েছে। মামলা নং ০১ তারিখ ০৬-০৩-২১। সংবাদটি ৩১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত