তালায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৬:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ সাতক্ষীরার তালায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী,মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দীলিপ কুমার দাস প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার জুয়েল সরকার। এসময় ২০২১ সালের আদমশুমারীতে দলিত জনগোষ্ঠীকে আলাদা ভাবে অন্তভৃক্ত করার আহবান জানান বক্তারা। সংবাদটি ৩১৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত