তালায় গ্রামীণ নারী দিবস উদযাপন প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ | আপডেট: ৬:৩২:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বে-সরকারী সংগঠন ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং নেট টু রাইটস্ ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক-এর সহযোগিতায় সকালে উপ-শহরে র্যালি ও ডাকবাংলোর সামনে মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা নারী ও শিশু সুরক্ষা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বাকশিস-এর সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা নারী ও শিশু সুরক্ষা কমিটির সহ-আহবায়ক ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি প্রভাষক সুতপা রাহা টুম্পা, তালা নাগরিক কমিটির নেতা ও রূপালী পরিচালক শফিকুল ইসলাম, সাংবাদিক বিএম জুলফিকার রায়হার ও সাংবাদিক সব্যসাচী মজুমদার বাপ্পী প্রমুখ। সভায় বক্তারা দেশব্যাপী নারী নির্যতান বন্ধের জোর দাবী জানান। সংবাদটি ২৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত