তালায় গ্রাম আদালতের রিটার্ন রিপোর্ট প্রেরনের উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ | আপডেট: ৮:১৭:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ তালায় গ্রাম আদালতের রিপোর্ট নিয়মিতকরন বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীদের বিকেন্দ্রীকৃত পরীবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতী বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধিন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রোববার (২৯ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি’র জেলা ডিএফ রাজু জবেদ। ওয়েভ ফাউন্ডেশন’র জেলা সমন্বয়কারী জহির উদ্দীন’র পরিচালনায় প্রশিক্ষনে ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, সরদার জাকির হোসেন, এম. মফিদুল হক লিটু, গনেশ দেবনাথ, আজিজুর রহমান রাজু ও জাহাঙ্গীর হোসেন সহ তালা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারী উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন পরিষদের অধিন গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালীকরন, মনিটরিং, রিটার্ন রিপোর্ট নিয়োমিত তৈরি এবং প্রেরনের উপর ধারনা প্রশিক্ষন দেয়া হয়। সংবাদটি ২৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত