তালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনাসহ বাসস্থান নির্মাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ | আপডেট: ৫:১২:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

তালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে উন্নত মানের ক্রস ব্রিড বকনা গরু ও বাসস্থান নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের বাস্তবায়নে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উক্ত বিতরণ অনুষ্ঠান প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (প্রকল্প) অভিজিৎ দাশ প্রমুখ। উপকারভোগিরা ছাড়াও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

এ সময় সুফলভোগি ৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে উন্নত মানের ক্রস ব্রিড বকনা গরু ও বাসস্থান নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা