তালায় করোনা ভাইরাস সচেতনতা সৃষ্টিতে সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ১:২৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ তালায় কোভিড-১৯(করোনা ভাইরাস) সম্পর্কে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালায় কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্থদের সহায়তা বিষয়ে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ’র আয়োজনে এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে রোববার সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ-আল-আমিন সোহান, নাগরিক উদ্যোগ প্রতিনিধি বকুল হোসেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস। এছাড়া অন্যান্যের মধ্যে শিক্ষক পলাশ কুমার দাশ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী কমিটির সভাপতি স্বরশতী দাস, সংস্থার উপদেষ্টা দিলিপ দাস, কর্মকর্তা বাহারুল ইসলাম, জুয়েল সরকার ও সদয় দাশ সহ বিভিন্ন এলাকার ৭০ জন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয় এবং করোনা প্রাদূর্ভাব প্রতিরোধে স্বাস্থ্য সমগ্রি বিতরন করা হয়। সংবাদটি ২৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত