তালায় এক যুবককে পিটিয়ে আহত প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ | আপডেট: ২:৪৪:অপরাহ্ণ, জুন ৩, ২০২০ সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের লোকজন রায়হান ফিরোজ (২৬) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে। বুধবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজুনশাহা গ্রামে এ ঘটনা ঘটে। সুজুনশাহা গ্রামের মৃত শেখ নুর উদ্দীনের মাষ্টারের ছেলে রায়হান ফিরোজ জানান,ঘুর্ণঝড় আম্ফানে আমার ভাগে থাকা একটি কাঠালগাছ উপড়ে পড়ে যায়। বুধবার সকালে তার আপন চাচা মৃত মোজাম মেলের ছেলে সালাউদ্দীন শেখ, আলাউদ্দীনের ছেলে জাকির শেখ ও খালিদ হাসান কাঠাল গাছটি কাটতে আসে। এসময় আমি তাদের গাছ কাটা সম্পর্কে জিগিৎসা করা মাত্রই তারা অর্তির্কিতভাবে আমার উপর লোহার রড, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে । এসময় আমার আত্মচিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্দার করে তালা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদটি ২৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত