তালায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না সায়েল মাহমুদের প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ | আপডেট: ১১:৫৩:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ ছবি: সায়েল মাহমুদ। সাতক্ষীরার তালায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সায়েল মাহমুদের। তিনি উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মাহতাব মাহমুদের পুত্র। দিনমজুর সায়েল মাহমুদ (৩৫) জানান, তিনি ৪/৫ বছর ধরে কোমরের মেরুদন্ডের হাড়ের ব্যথায় ভুগছেন। সাতক্ষীরা, খুলনাসহ একাধিক হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তার দেখিয়েও কোন ফল হয়নি। অবশেষে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুর্ণবাসন প্রতিষ্ঠান (নিটোর) এর চিকিৎসক ডাঃ মোঃ কামরুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা নিচ্ছেন। হঠাৎ টাকার অভাবে কয়েকমাস তার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। যে কারণে মেরুদন্ডের ব্যথা প্রকট আকার ধারণ করেছে। এদিকে তিন সন্তানের জনক সায়েল মাহমুদের ভিটেমাটি ছাড়া কোন জমি নেই। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে তার সংসার চলতো। কিন্তু মেরুদন্ডের সমস্যার কারণে তিনি এখন কোন কাজ করতে পারেন না। ইতিমধ্যে প্রায় তিন লাখ টাকা খরচ করে এখন তিনি নিঃস্ব প্রায়। চিকিৎসকরা ভারতে চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে যেতে পারছেনা। চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা খরচ হবে বলে জানা গেছে। কিন্তু হতদরিদ্র সায়েল মাহমুদের পক্ষে উক্ত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের দানশীল ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এ জন্য ০১৭৯৫-৩৩৪০৭৫ মোবাইল নম্বরে (বিকাশসহ) যোগাযোগ করতে অনুরোধ করেছেন। সংবাদটি ৩৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত