তালার সেলিনা বেগমকে স্বাবলম্বী করতে আমরাবন্ধু’র সেলাই মেশিন উপহার প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ | আপডেট: ১০:৩৪:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত তুরফান শেখের স্ত্রী সেলিনা বেগমকে স্বাবলম্বী করতে আমরাবন্ধু সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে আমরাবন্ধু তালা উপজেলা টিমের স্বেচ্ছাসেবী সদস্যরা সেলিনা বেগমের হাতে এ উপহাট তুলে দেন। একই সাথে দর্জি প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আমরাবন্ধু তালা উপজেলা টিমের স্বেচ্ছাসেবী সদস্য সরদার ওয়াসিফ জিসান, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, নাইমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার পেয়ে সেলিনা বেগম বলেন, সেলাই মেশিনের মাধ্যমে আমি কাজ করে সংসারকে এগিয়ে নিশে যাবো। এর মাধ্যমে যে টাকা আসবে তা দিয়ে সন্তানের লেখাপড়া করাবো। সবাই দোয়া করবেন। উল্লেখ্য, সেলিনা বেগমের তুরফান শেখ ৮বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। দুই মেয়ে, এক ছেলে ও শাশুড়ীকে নিয়ে সেলিনা বেগম বিপাকে পড়েন। তারপর মানুষের বাড়ি কাজ করে, জমিতে দিন মজুরি কাজ করে সংসার চলায়। সংবাদটি ১৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত