তালা সদর ইউপি নির্বাচনে জাতীয় পাটি নেতার মনোনয়ন সংগ্রহ, সুষ্ঠ নির্বাচন দাবি প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১ | আপডেট: ১০:৫৯:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১ তালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক তালা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় জাকজমকপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নেতাকর্মী নিয়ে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম। নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রথম ধাপের আগামী ১১ এপ্রিল নির্বাচনে তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তালা সদর, খলিলনগর ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। তালা সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম বলেন, আমরা চাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। ভোটাররা তার ইচ্ছামত পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সেই পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় বলেন, ইভিএম মেশিনে ভোট হবে একটি ভোট চুরি করার সুযোগ নেই। যারা বলবে চুরি করবো, আমি তাদের মেশিন দিয়ে দিবো। একটি ভোট চুরি করে দেখাতে পারলে তখন বুঝবো ক্ষমতা অনেক। আমি কাউকে চিনি না, কে জিতলো কে হারলো তাতে আমার এসে যায় না। নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। প্রত্যেক ভোটার স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবে। জনগণের মত প্রতিফলিত হয় সেই লক্ষ্যে কাজ করা হবে। এসজি/ডেক্স সংবাদটি ২২৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত