তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের শোডাউন

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ | আপডেট: ১২:১৬:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

সাতক্ষীরা তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন মোটরসাইকেল শোডাউন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং তালা সদর ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান এ চেয়ারম্যান এবারও সম্ভাব্য প্রার্থী হিসেবে রবিবার (৩১ জানুয়ারী) বিকালে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে এ শোডাউন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোডাউনটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে বের হয়ে খেজুরবুনিয়া, শেখের হাট, জাতপুর, শাহাপুর, ব্রিজের মোড়সহ ইউনিয়নের প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে। এ সময় সরদার জাকির হোসেন সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে, ফের ইউনিয়নের উন্নয়নের আশ্বাস দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ^াস, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খাঁসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানা গেছে, তালা সদরের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন দীর্ঘ ৫ বছর সফলার সাথে দায়িত্ব পালন করেছেন। এবারও দলীয় মনোনয়ন পেতে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। সাধারণ মানুষের কাছে তিনি দোয়া চেয়ে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় করছেন। প্রচার প্রচারণার মাধ্যমে তিনি এবারও সাধারণ ভোটারদের নজরে এসেছেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা