সাতক্ষীরার তালায় পাটক্ষেত থেকে মহিলার গলিত লাশ উদ্ধার প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা তালায় পাটক্ষেত থেকে পুলিশ পুষ্প রাণী দাশ (৪২) নামে চল্লিশোর্ধ এক মহিলার নগ্ন গলিত লাশ উদ্ধার করেছে। সে উপজেলার ইসলামকাটির মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী। নিহতের পারিবার জানায়, গত ২০ জুন বিকেলে বাড়ী থেকে বেরিয়ে আর ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে তার ছেলে মহাদেব ২২ জুন তালা থানায় একটি সাধারণ ডায়েরী করে। সর্বশেষ শুক্রবার (২৮ জুন) দুপুর ২ টার দিকে স্থানীয় বারার বিলের জনৈক কেচমত দপ্তরীর পাটক্ষেতের পাশে ঘাষ কাটতে গেলে ব্যাপক গন্ধ অনুভূত হলে স্থানীয়রা তালা থানাপুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পুষ্পরাণীর উলঙ্গ গলিত লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ শেষে হত্যা করে কেউ সেখানে ফেলে রেখেছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,খবর পেয়ে তিনিসহ এএসপি(তালা সার্কেল) হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে পুষ্প রাণীর উলঙ্গাবস্থায় গলিত লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে,তাকে ধর্ষণ শেষে হত্যা করে সেখানে লাশ ফেলে রাখা হয়েছে। পুষ্পরাণী দুই ছেলে ও ১ কণ্যা সন্তানের জননী। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা তালায় লাশ উদ্ধারবাংলাদেশ পুলিশের উদ্ধার সংবাদটি ৩৮০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত