তালা ব্লাড ব্যাংকের সহযোগিতায় হুইল চেয়ার পেল দরিদ্র প্রতিবন্ধী মোজাহার প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ সংবাদদাতা, তালা(সাতক্ষীরা): রক্তদানের জন্য সেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংকের ঐকান্তিক প্রচেষ্টায় হুইল চেয়ার পেল তালা উপজেলা মোবারকপুর গ্রামের দরিদ্র প্রতিবন্ধি মোজাহার সরদার (৭৫)। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারী) সকালে উপজেলা চত্বরে তালা ব্লাড ব্যাংকের উদ্দ্যোগে ও বেসরকারি সংস্থা উত্তরনের অর্থায়নে এ হুইল চেয়ার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন তালা ব্লাড ব্যাংকের সদস্য আব্দুল্লাহ আল মামুন সৈকত, অসীম কুমার রায়, অমিত বিশ্বাস, সালমা খাতুন প্রমুখ। জানাযায়, ৪৫ বছর আগে গ্যাংগ্রিন হয়ে দুটি পা অচল হয়ে যায় তালা সদরের মোবারকপুর গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে মোজাহার সরদারের। তার পর থেকে দুই হাতে ভর করে চলাফেরা করতেন তিনি। আর্থিক অচ্ছলতা ও সন্তানদের অবহেলার কারণে দীর্ঘদিনেও একটি হুইল চেয়ার কিনতে পারেনি সে। বিষয়টি তালা ব্লাড ব্যাংকের সদস্য অমিত বিশ্বাস জানতে পেরে তালার মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে জানান। পরবর্তীতে ইউএনও’র প্রচেষ্টা ও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের অর্থায়নে মোজাহার সরদারকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পেরেছেন তালা ব্লাড ব্যাংকের সদস্যরা। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ৩৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত