ঢাকা বা বাইরের জেলার কোন লোক সাতক্ষীরাতে ঢুকতে পারবে না

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, মে ১৭, ২০২০
সম্প্রতি করোনা পরিস্থিতিতে ঢাকা বা  অন্য জেলা থেকে সাতক্ষীরাতে ঢোকার পথে চেকপোষ্টে গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে,  করা হচ্ছে বড় রকম জরিমানা। জেলা করোনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলার প্রবেশদ্বারে চেকপোষ্টে জরুরী পরিষেবা বাদে সাতক্ষীরার ভেতরে ঢোকা এবং বের হওয়া সম্পূর্ণ নিষেধ। সাতক্ষীরা ভেতরের লোক কর্মজীবী চাকরিজীবী ভেতরে থেকে চাকরি করবেন এবং জেলার বাইরের চাকরিজীবীরা বাইরে থেকে চাকরি করবেন ।
 
সাতক্ষীরায় ঢোকা ও বের হওয়া সম্পূর্ণভাবে নিষেধ। এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার বিভিন্ন প্রবেশ মুখের চেকপোষ্টে থেকে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।  সাতক্ষীরা জেলার তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম  উপস্থিত থেকে সুভাষিনী জাতপুর আঠারো মাইল সহ বেশ কয়েকটি চেকপোস্ট  তদারকি করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে এ কাজে সহযোগিতা  করছেন  মঈনুল আমিন মিঠুর নেতৃত্বে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন । এখন থেকে ঢাকা বা অন্য কোনো স্থান থেকে সাতক্ষীরা প্রবেশের আগে চিন্তা করে বের হবেন । সাতক্ষীরা ঢোকা একেবারেই নিষেধ। আইন অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।

আপনার মতামত লিখুন :

মোঃ সাইদুজ্জামান শুভ। ভ্রাম্যমাণ প্রতিবেদক