ডুমুরিয়ায় র্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ | আপডেট: ১:১৮:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ ডুমুরিয়া উপজেলা থেকে ২টি দেশীয় পাইপগানসহ মোঃ মনিরুল ফকির (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। সোমবার সকালে ডুমুরিয়া থানাধীন রুদাঘরা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সদস্যরা। আটক মনিরুল ওই এলাকার পীর মোহাম্মদ ফকিরের ছেলে। র্যাব সূত্র জানায়, সোমবার সকালে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন’র নেতৃত্বে একটি আভিযানিক দল ডুমুরিয়া থানাধীন রুদাঘরাস্থ ১নং ওয়ার্ড এর আসামীর ঘরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় ২টি দেশীয় পাইপগান ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে ডুমুরিয়া থানায় হস্তান্তর করতে আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯অ (ঋ) মামলা রেডি করা হয়। র্যাব-৬ সংবাদটি ৫৯৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়