ডুমুরিয়ায় বিলুপ্তির পথে “রয়না মাছ” প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ | আপডেট: ৪:৪০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ রয়না মাছ। খুলনার ডুমুরিয়ায় প্রায় বিলুপ্ত এলাকাভেদে নয়ন তারা, ভেদা, মেনি বা রয়না নামে ডাকা মাছের সন্ধান মিলেছে। জেলেদের পাশাপাশি শৌখিন মৎস্য শিকারিদের জালেও ছোট-বড় এ মাছ ধরা পড়ছে। মৎস্য কর্মকর্তারা মনে করছেন, বিলুপ্তপ্রায় এ প্রজাতির মাছের বংশবৃদ্ধি হচ্ছে। মাছটি উন্মুক্ত জলাশয় থেকে ধরা পড়ায় মৎস্য বিভাগ আশা করছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও এ মাছের ব্যাপক বিস্তার ঘটবে।চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলার উন্মুক্ত বিভিন্ন জলাশয় থেকে জেলেদের জালে অন্যান্য দেশি মাছের সঙ্গে এ মাছও ধরা পড়ছে। উপজেলার হাট-বাজারে জেলেরা রয়না ধরে এনে বিক্রি করছে। দীর্ঘ সময় পর হাট-বাজারে রয়না মাছ ওঠায় এর চাহিদাও একটু বেশি। উপজেলার হাসানপুর গ্রামের মৎস্য শিকারি রতন রাজ বংশী, রয়না মাছ বিক্রি করতে আনেন। ওই মৎস্য শিকারি জানান, তিনি কয়েক বছর ধরে মাছ শিকার করে বাজারে বিক্রি করে সংসার চালান। এবার কপোতাক্ষ নদের পানিতে দেশীয় পুঁটি, টেংরা, টাকি, শিং মাছের পাশাপাশি রয়না মাছও তাঁর জালে ধরা পড়ছে। ডুমুরিয়ার ঘোনা বান্দা গ্রামের মাছ শিকারি রুইদাহ জানান, বান্দা খালেও রয়না মাছ পাওয়া যাচ্ছে। আমবিটা মাছ ব্যবসায়ী আলী হোসেন জানান, মাছ শিকারিরা অন্যান্য মাছের সঙ্গে এবার মাঝেমধ্যে রয়না মাছ নিয়ে আসছে। দীর্ঘদিন পর বাজারে ওঠায় মাছটির দামও একটু বেশি। ছোট ৩০০, মাঝারি ৪০০ ও একটু বড় হলে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে রয়না মাছ। ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক জানান, সম্প্রতি উপজেলার শিংগার গাল পার্শবতী ভরতভায়না বিল মথুরাসহ কপোতাক্ষ নদের পানিতে জেলেদের জালে রয়না মাছ ধরা পড়ছে। দীর্ঘ সময় পর হাট-বাজারে মাছটির দেখা মিলছে। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ছাইদ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্মুক্ত জলাশয়গুলোতে মাছের অভয়ারণ্য গড়ে তুলে হারিয়ে যাওয়া রয়না মাছ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এলাকার উন্মুক্ত জলাশয়গুলোতে সম্প্রতি রয়না মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। তিনি আশাবাদী, আবারও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রয়না মাছের ব্যাপক বংশবৃদ্ধি ঘটবে। সংবাদটি ৩৫৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়