জাতীয় পতাকা প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৯:০৬:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ জাতীয় পতাকা …………….বন্দনা চন্দ……………. লাল আর সবুজের এই পতাকা এর মাঝে জীবনের স্বপ্ন আঁকা রক্তের বিনিময়ে বিজয় নিশান চিরদিন গেয়ে যাব এর জয়গান। শস্য সবুজ এই শ্যামল ছায়ায় রক্তে রাঙিয়ে হল সূর্য উদয় পৎ পৎ উড়ে যায় এই পতাকা শারদ গগনে যেন ধ্রুব তারকা। সকল হৃদয়ে ওঠে এক সুরধ্বনী স্বাধীনতা ছাড়া আর কিছু না মানি স্বাধীনতা এ পতাকা সকলের আশা জীবন মরণ সুখ যত ভালবাসা। স্বপ্নের এ পতাকা আমাদের মান কখনও দেবনা হতে এর অপমান জীবন মরণ ধরে এই পতাকা এর মাঝে আমাদের স্বপ্ন আঁকা। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি: বন্দনা চন্দ/তালা/সাতক্ষীরা কবিতাকবিতা জাতীয় পতাকাজাতীয় পতাকা সংবাদটি ২৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?