চুকনগরের বরাতিয়ায় স্বাক্ষর জাল করে মন্দিরের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ | আপডেট: ৭:২৩:অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
চুকনগরে মন্দির কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে মন্দিরের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরাতিয়া গ্রামের পাগলা দাসের পুত্র ও বরাতিয়া দাসপাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি নারায়ণ দাস  বাদী হয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি  অভিযোগ করেছে।  অভিযোগে এলাকার প্রায় শতাধিক ব্যক্তির গণস্বাক্ষর রয়েছে।    
 
প্রাপ্ত অভিযোগ সূত্রে, উপজেলার বরাতিয়া রাধা গোবিন্দ মন্দিরের জন্য স্থানীয় সংসদ সদস্যের তহবিল থেকে মন্দির উন্নয়ন কল্পে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। যার ১ম কিস্তির ২৫ হাজার টাকা উত্তোলন করে মন্দির উন্নয়ন কাজে ব্যয় করা হয়।
 
কিন্তু ২য় কিস্তির টাকা উত্তোলনের সময় তাকে কিছু না জানিয়ে তার স্বাক্ষর জাল করে মৃত পঞ্চানন দাসের পুত্র ধীরেন দাস, মৃত রাজ কুমার দাসের পুত্র নিরাপদ দাস ও মৃত সুশীল দাসের পুত্র প্রশান্ত দাস বাকী টাকা উত্তোলন করেছে। তবে তারা টাকা গুলো শুধু উত্তোলন করেই থেমে থাকেনি।
 
বরং মন্দির কমিটির কাছে টাকা গুলো হস্তান্তর না করেই গোপনে তা হজম করে ফেলেছে। এব্যাপারে ধীরেন দাসের সাথে যোগাযোগ করার জন্য তার  বাড়িতে গিয়েও পাওয়া যায় নি।

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা