চুকনগরে সড়ক দূর্ঘটনায় দুই পুত্র হারানো অসহায় পিতাকে ভ্যান প্রদান

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৭:১০:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
চুকনগরে সড়ক দূর্ঘটনায় দুই পুত্র হারানো অসহায় পিতা আমজাদ হোসেনকে একটি ইঞ্জিনভ্যান প্রদান করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।

চুকনগরে সড়ক দূর্ঘটনায় দুই পুত্র হারানো অসহায় পিতাকে ভ্যান ভ্যান প্রদান করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় চুকনগর প্রেসক্লাব চত্বরে রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেনের কাছে ব্যাটারী চালিত ভ্যানটির চাবি হস্তান্তর করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এ উপলক্ষে এক আলোচনা সভা চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ আবু হোসেন বাবু, এ্যাডঃ এ কে এম শহিদুল আলম ও ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

 

উপস্থিত ছিলেন, অধ্যাঃ আতিকুর রহমান, খুলনা জেলা শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সাধারন সম্পাদক এস এম বায়েজিদ হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মশিউর রহমান লিটন, হাবিবুর রহমান হবি, অরুন কুমার গোলদার, শেখ শাহিনুর রহমান, শামছুল বারিক পান্না, এম এ সালাম, সরদার দৌলত হোসেন, শাহাদাৎ হোসেন, শহিদুজ্জামান শহিদ, প্রভাষক আব্দুর রাজ্জাক, কবির হাসান ডবলু, আনোয়ার হোসেন, শাহিনুর রহমান, সেলিম তরফদার, আঃ হাকিম, মোঃ মঈন উদ্দিন, কৃষ্ণ বিশ্বাস, মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাসেল হোসেন, রুবেল হোসেন, খালিদ হোসেন, ওয়ালিদ হোসেন প্রমুখ। সভা শেষে আমজাদ হোসেনের হাতে ভ্যানের চাবি তুলে দেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর চুকনগরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আমজাদ হোসেনের দুই পুত্র নিহত হয়। একই সাথে তার উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারী চালিত ভ্যানটি চুর্ণ বিচুর্ণ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা