চুকনগরে মুক্তি সংস্থার সহযোগীতায় ও দলিত ফোরাম শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ | আপডেট: ৭:৫৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তির সহযোগীতায় এবং দলিত ফোরাম ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে র্যালি, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে র্যালী শেষে চুকনগর বাসষ্ট্যান্ড চত্ত্বরে মানব বন্ধন ও আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি অমল দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। শুভেচ্ছা ব্ক্তব্য রাখেন মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক অর্চনা দাস। দলিত জনগোষ্টীর দাবি সম্বলিত লিফলেট পাঠ করেন বাসুদেব দাস। বক্তব্য রাখেন অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, মার্টিন সরকার, মান্দার দাস, রিপন দাস, কালিপদ চন্দ্র দাস, জয়দেব দাস, গৌতম দাস, রতন দাস প্রমুখ। সভায় মান্দার দাসকে হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ১৯১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু