চুকনগরে মালতিয়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯ | আপডেট: ৫:৩৫:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯ চুকনগর(খুলনা) প্রতিনিধি: চুকনগরে মালতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাত কুমার ঘোষ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রাফেজা খাতুন, পিটিএ সভাপতি কামরুল ইসলাম, সেলিনা বেগম, জাকির হোসেন, রেশমা বেগম, শ্যামল ঘোষ, আসাদুল গাজী, শ্যামলী সরকার, জ্যোসনা বেগম, শিরিনা খাতুন, নুরুন্নাহার খাতুন, আরাফাত আরা, রতন ঘোষ, শেখ মাহাবুব আলম সোহাগ, ইয়াসিন হোসেন, নাজমুল ইসলাম বাবু, রিয়াদ, সাকিব শাহারিয়ার প্রমুখ। সভা শেষে ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাত কুমার ঘোষ নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে একটি করে মেহগনি গাছের চারা বিরতণ করেন। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ সংবাদটি ২৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু